শিতাংশু গুহ


এক ভদ্রলোক ফোন দিয়ে জানতে চাইলেন, অনেকদিন আপনার কোন লেখা দেখিনা কেন? তাইতো, বেশ কিছুদিন লিখিনি। কি লিখবো? ডাকসু নির্বাচন? না, ওটি নির্বাচন নয়, ওটি আগামী জাতীয় নির্বাচনের পূর্বাভাস। অবশ্য যদি আদৌ জাতীয় নির্বাচন হয়? শোনা যায়, জামাত নাকি এখন ফেব্রুয়ারিতে নির্বাচনে রাজি। বাংলাদেশে নির্বাচন মানায় না, আসলে মুসলিম দেশগুলোতে রাজা-বাদশা মানায়, নির্বাচন নয়! বাংলাদেশে শুধুশুধু নির্বাচন-নির্বাচন খেলা হয়। অযথা অর্থ ব্যয় করে লাভ কি? ইসলাম ও গণতন্ত্র সাংঘর্ষিক, রাষ্ট্র ব্যবস্থায় হয় গণতন্ত্র চান বা ইসলাম, দু’টো একসাথে যায়না। বাংলাদেশে নির্বাচন-টির্বাচন বাদ দেন, এরচেয়ে বরং ড. ইউনুসকে বাদশা ঘোষণা করে বাংলাদেশ বাদশাহী নিয়মে চলুক। এমন চমৎকার রাজত্ব কোথায় পাবেন, যেখানে কবর থেকে লাশ তুলে পিটিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়? অথবা রাষ্ট্রীয় মদতে জাতীয় পার্টির অফিস ভেঙ্গেচুরে আগুন লাগিয়ে দেয়া হয়? কিংবা আদালত কক্ষে সাংবাদিককে ধোলাই করা হয়? 

শিক্ষার্থীরা বলছে, ছাত্রলীগ জামাতকে ভোট দিয়ে জিতিয়ে দিয়েছে। আওয়ামী লীগ আদর-যত্ন করে ডেকে এনে জামাত ও ইসলামী শক্তিকে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাসন নিয়েছে, সেখানে ছাত্রলীগ জামাতকে সহায়তা করবে তাতে দোষের কি? বাম ঘরানার মেঘমল্লার বসুও নাকি জামাতের সাথে হাত মিলিয়েছে। এটিও নুতন নয়! উপমহাদেশে বামরা চিরদিন ইসলামী শক্তির সাথে হাত মিলিয়ে চলেছে। ইরানে খোমেনী ও কট্টর বাম শাহ্পুর বখতিয়ার কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করে রেজা শাহ’র পতন ঘটিয়েছে। খোমেনী ক্ষমতায় বসেই শাহ্পুর বখতিয়ার ও বামদের চৌদ্দগোষ্ঠী খতম করে দিয়েছে। মৌলবাদী ইসলামী শক্তির ভয়ঙ্কর রূপ বামরা এখনো টের পায়নি, যেমন পায়নি শেখ হাসিনা, এবং বিএনপি। সামনের নির্বাচনে জামাত ক্ষমতায় এলে সবাই টের পাবেন। ইতিমধ্যে মাইনাস-টু প্রায়-সফল এবং তারেক জিয়া ‘সাধের’ প্রাণটা হারাতে দেশে আসবেন কেন? মনে পড়ে কি সেই শ্লোগান: ‘দুই সাপের একই বিষ, আওয়ামী লীগ আর ধানের শীষ’?

ডাকসু নির্বাচনে জগন্নাথ হলে জামাতের বাক্সে কোন ভোট পড়েনি। একইভাবে ডাকসু নির্বাচনে ২৮টি পদের মধ্যে একজনও হিন্দু নির্বাচিত হয়নি। দু’টো ঘটনাই প্রণিধানযোগ্য। বাংলাদেশে হিন্দুরা ভুল করেনি, তাই জামাত ভোট পায়নি। বাংলাদেশে মুসলমানের ভোট হিন্দু জিতেছে এমন ঘটনা খুবই কম! একজন সাচ্চা মুসলমান কেন কাফেরকে ভোট দেবে? নিউইয়র্ক টাইমসের খবর (আজকের পত্রিকা ৫ই সেপ্টেম্বর ২০২৫), আফগানিস্তানে উদ্ধারকর্মীরা ভূমিকম্পে হতাহত নারীদের উদ্ধার করেনি? নারীর জীবন বা ভোট কি ধর্মের চেয়ে বড়? আগে ইসলাম রক্ষা করতে হবে, এবং জামাত সেটি ভালভাবে করবে? ইসলামের খেদমতে শেখ হাসিনা ‘কওমী জননী’ উপাধি নিয়েছেন। আপোষহীন নেত্রী খালেদা জিয়া ‘লন্ডন বৈঠক’ করে বিএনপিকে পথে বসিয়ে দিয়েছেন। যাকগে, শেষ করছি দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বেশকিছু কথাবার্তা দিয়ে, তিনি ফরমান জারি করেছেন পূজায় মদ খাওয়া যাবেনা, এবং পূজার আশেপাশে মেলা বসানো চলবে না! ভাবছি, কেরু কোম্পানীতে যত মদ তৈরী হয়, বা বিদেশ থেকে যত মদ আমদানী হয়, সব কি হিন্দুরা খায়?

লেখক : আমেরিকা প্রবাসী।