ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া নুরজাহান গার্লস স্কুলে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে প্রয়াত সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নেফাউর রহমান রাজু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিলকাদা বিডি একাদশ এবং চরগড়গড়ি মৃধাপাড়া একাদশ অংশগ্রহণ করে।

আশরাফুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথি ছিলেন কারা নির্যাতিত বিএনপি নেতা মরহুম নেফাউর রহমান রাজুর সহধর্মিনী খাদিজা সুলতানা নিপা।

বিএনপি নেতা আবুল কাসেম, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, যুবদল নেতা ও অ্যাডভোকেট জিয়াউর রহমান মনিরুলসহ অনেক‌ই এসময় উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় চরগড়গড়ি মৃধাপাড়া একাদশ ১-০ গোলে জয়লাভ করায় বিজয়ী দলের খেলোয়ারদের হাতে প্রধান অতিথি ট্রফি তুলে দেন।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২৫)