রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহে বিশেষ অভিযানে ২ হাজার ৫০টি ইয়াবাসহ দুলাল মিয়া (৪৫) নামে এক মাদক কারবারিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। দুলাল মিয়া উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামের মৃত শামছুল সর্দারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আজ রবিবার দুপুরে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেলান্দহ বাজারের ছাগল হাটির ইজারা অফিসের সামনে থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, বিশেষ অভিযানে দুলালের কাছ থেকে উদ্ধারকৃত ২হাজার ৫০টি ইয়াবার বাজারমূল্য প্রায় ৬ লাখ ১৫ হাজার টাকা।

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবার নির্দেশনায় এবং মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে এসআই মো. সাজেদুল ইসলাম খান, এএসআই শীতল পাল, এএসআই সবুজ মিয়া ও কনস্টেবল সোহেল অংশ নেন।

পুলিশ সূত্র আরও জানায়, অভিযানের সময় দুলালের স্ত্রী মিনা বেগম কৌশলে পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল স্বীকার করেন, ইয়াবাগুলো তিনি মাহমুদপুর বাজারের মরহুম নয়ন মন্ডলের ছেলে ফকরুলের (৪৮) কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ)/৪১ ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, আটককৃত দুলালকে আদালতে পাঠালে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২৫)