পিকনিকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হল যুবক, দু’দিন পর মিলল মরদেহ

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : পিকনিকের কথা বলে বাড়ি থেকে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বের হন যুবক ওবায়দুর শিকদার (৩০)। আজ রবিবার সড়কের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওবায়দুর সিকদার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে। ওই যুবক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করত।
নিহত ওবায়দুর শিকদারের ভাই চাঁদ শিকদার বলেন, গত শুক্রবার বিকেলে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের ওবায়দুর। কিন্তু রাতে আর সে বাড়ি ফেরেনি। তার ফোনও বন্ধ পাওয়া যায়। রবিবার সকালে স্থানীয়রা আমার ভাইয়ের মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে আমরা ওবায়দুরের মরদেহ শনাক্ত করি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। বিষয়টি তদন্তে পুলিশ মাঠে নেমেছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ' শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২৫)