আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ৭শ পিচ ইয়াবা ও ১ কেজি ৮শ গ্র্রাম গাঁজাসহ চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ি পিযুষ ও তার অপর দুই সহযোগী মাদক ব্যবসায়িকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। জব্দ করা হয়েছে মাদক ব্যবসায় ব্যবহৃদত দুটি মোটরসাইকেল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। 

আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. অলিউল ইসলাম জানান, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার আস্কর গ্রামের চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ি শাহাদাৎ হোসেন পীযুষ ও তার দুই সহযোগী স্থানীয় শাওন বক্তিয়ার ও ফরিদ বক্তিয়ারকে এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ চিহ্নিত শীর্ষ মাদক ব্যবায়ি পীযুষের ঘর তল্লাশী করে ৫শ পিচ ইয়াবা ও তার দুই সহযোগী শাওন বক্তিয়ার ও ফরিদ বক্তিয়ারের কাছে ১শ পিচ করে ২শ পিচ ইয়াবাসহ মোট ৭শ পিচ ইয়াবা ও ১ কেজি ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় তাদের মাতক ব্যবসায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় স-পরিবারে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল পীযুষ। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন সময় পুলিশ অভিযান পরিচালনা করেও আটক করতে ব্যর্থ হয়। শনিবার রাতে স্থানীয়দের সহযোগীতায় পিযুষকে দুই সহযোগী ব্যবসায়িসহ গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় আগৈলঝাড়া থানার এস আই মিল্টন মন্ডল বাদী হয়ে শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের রবিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

মাদক ব্যবসার কথা স্বীকার করে মাদক ব্যবসায়ি পীযুষ জানায়, এলাকার কিছু প্রভাবশালীরা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। পিযুষ ওই টাকা না দেওয়ার কারনে তাকে পুলিশে ধরিয়ে দেয়া হয়েছে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২৫)