মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে স্বেচ্ছাসেবক দলের জাহাজ মারা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে চেউয়াখালী বাজার মাঠে কর্মি সম্মেলনের আয়োজন করে ৯ নং জাহাজ মারা সাংগঠনিক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।

সুবর্ণচর উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলামের এর সঞ্চালনায় এবং সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সেলিম চৌধুরী, উপজেলা যুগ্ন আহবাক সারোয়ারর্দী, জাহাজ মারা ইউনিয়ন যুবদলের সভাপতি আইয়ুব আলী, আরো উপস্থিত ছিলেন, চরজব্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হামিদ পাশা,সহ উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পদ প্রত্যাশী নেতারা।

বক্তারা নতুন কমিটিতে ত্যাগী, নির্যাতিত কারা বরণকারী এবং মামলা হামলার শিকার হওয়া নেতাদের দায়ীত্ব দেয়ার অনুরোধ জানান। খুব শিগ্রই কমিটি অনুমোদন দেয়ার আশ্বাস দেন সিনিয়র নেতারা। দুপুর ২ টা থেকে সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদ প্রত্যাশীরা ডোল, তবলা ব্যান্ডপার্টি বাজিয়ে হাজার হাজার নেতাকর্মি নিয়ে সভা মঞ্চে উপস্থিত হন।

(এস/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২৫)