৪ অক্টোবর জামালপুর ক্লিনিক মালিক সমিতির নির্বাচন, মনোনয়ন সংগ্রহ শুরু

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচন উপলক্ষে শুরু হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ। মালিক সমিতির এ নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
নির্বাচন উপলক্ষে আজ রবিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় হতে মনোনয়নপত্র বিতরণ শুরু করা হয়।
প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেন দুইজন। এরমধ্যে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন ক্লিনিক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও হযরত শাহজামাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল ইসলাম বুলবুল ও সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন ডক্টরস ক্লিনিকের রাশেদুল ইসলাম চৌধুরী সবুজ।
মনোনয়নপত্র সংগ্রহের পর সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম বুলবুল বলেন, এবারের নির্বাচনে আমি আবারও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। সবার কাছে দোয়া চাচ্ছি। আমরা যেন সুন্দরভাবে এ নির্বাচনকে আন্জাম দিতে পারি। সবার সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, আজ নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে, সে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এ নির্বাচন বানচালের কিছু ষড়যন্ত্র হচ্ছে। কোনভাবেই যেন এ নির্বাচন বানচাল হতে না পারে সেদিকে সবার নজর থাকা দরকার।
তিনি বলেন, বিগত দুটি টার্মে ৬টি বছর আমরা নির্বাচন থেকে দূরে ছিলাম। আমাদের কোন নির্বাচন ছিলনা মালিক সমিতির। নির্বাচন ছাড়াই কমিটি হয়েছে। আমরা ৫ আগস্টের পরবর্তী সময়ে বলেছি, গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের নির্বাচন হবে। কোন পকেট কমিটি যেন আমরা কেউ করতে না পারি। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা একটি স্বচ্ছ কমিটি আমরা উপহার চাচ্ছি।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী ৪ অক্টোবর নির্বাচন। আজ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে, সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ১৮ সেপ্টম্বর।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
(আরআর/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২৫)