বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি গনেশ পাগল খেলার মাঠে দিঘির পাড় পল্লী উন্নয়ন যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।  গতকাল শনিবার বিকালে কদমবাড়ির দিঘির পাড় গনেশ পাগল খেলার মাঠে দিঘির পাড় পল্লী উন্নয়ন যুব সংঘ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইন খেলা অনুষ্ঠিত হয়। 

উক্ত টুর্নামেন্ট এ আড়ুয়াকান্দি একাদশ ও কদমবাড়ি একাদশ এই দুই টি দল অংশ নেয়। এবং আড়ুয়াকান্দি একাদশ, কদমবাড়ি একাদশকে ০১- ০ গোলে পরাজিত করে। খেলাটি অসংখ্য উৎসুক জনতা উপভোগ করে।

উক্ত টুর্নামেন্ট উপলক্ষে কদমবাড়ি গনেশ পাগল সেবা আশ্রম কমিটির সভাপতি মিরন বিশ্বাস এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ থেকে ছাত্র দলের সহ- সাধারণ সম্পাদক, হিমেল আর ইমরান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্য রাখেন মাহফুজুল হক রাজৈর থানার অফিসার ইনচার্জ, মো, মাসুদ খান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, মাঈদুল খান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, মহাদেব সূত্রধর, রাজৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, সোহেল মাতুব্বর সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও অসংখ্য দর্শক বৃন্দ। কেলা শেষে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে কাপ তুলে দেন।

(বিডি/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২৫)