আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বাকসু নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা সমাবেশ করেন।

মিছিলে অংশগ্রহণ করা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে নির্বাচনের দাবিতে শ্লোগান দিয়েছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে বিএম কলেজেও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাকসু নির্বাচন বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, ছাত্র সংসদ শুধু রাজনীতি নয়; এটি শিক্ষার্থীদের সমস্যা সমাধান, সাংস্কৃতিক কর্মকান্ড এবং নেতৃত্ব বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়াও কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দেয়া হবে বলেও তারা ঘোষনা দিয়েছেন।

বিক্ষোভ সমাবেশের বক্তব্য রাখেন-অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম, সাব্বির হোসেন সোহাগ, ছাত্র অধিকার পরিষদের শাকিল আহমেদ, ছাত্র শিবিরের নেতা মো. তরিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের নেতা হান্নান উদ্দিন শাকিলসহ অন্যান্যরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২৫)