ডাকসু নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয় : ফরহাদ
.jpg)
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ বলেছেন, ডাকসু নির্বাচন আর জাতীয় নির্বাচন একনয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডাকসু নির্বাচনের কোন প্রভাব পড়বেনা বরং বিএনপি মনোনীত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠভাবে বিজয়ী হবেন।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত মিট দ্যা রিপোর্টার্সে তিনি আরও বলেছেন-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে আমি নির্বাচিত হতে পারলে আমার প্রথম কাজ হবে, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
আজ রবিবার সকালে রিপোর্টার্স ইউনিটি থেকে প্রেরিত ই-মেইল বার্তায় আরও জানা গেছে, মেজবাহ উদ্দিন ফরহাদ বলেছেন, ১৯৮২ সালে বরিশালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠায় আমি অন্যতম ভূমিকা পালন করেছি। ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার সংসদীয় আসনে নদী ভাঙন একটি গুরুত্বর সমস্যা। আমি চেষ্টা করছি নদী ভাঙনরোধে বিভিন্ন প্রজেক্ট আনার। ইতোমধ্যে হিজলার একটি প্রজেক্ট প্রি-একনেকে যাওয়ার অপেক্ষায় রয়েছে।
তিনি আরও বলেছেন, আমাদের গোবিন্দপুর নামে একটি চর রয়েছে। প্রতিবছর এখান থেকে ১০ কোটি টাকা বিভিন্নভাবে লোকজন খাচ্ছে। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এই চরের মূল মালিকরা যেন তাদের চর ভোগ করতে পারেন সেই ব্যবস্থা করবো।
মিট দ্যা রিপোর্টার্সে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২৫)