চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাওয়ালদহ বিলের ধর্মগাছা ব্রীজের নিচে শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ সোঁতি বাঁধ অপসারণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। 

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন, থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিতি টের পেয়ে সোঁতির লোকজন পালিয়ে যায়।

চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, উপজেলার ছাওয়ালদহ বিলের ধর্মগাছা ব্রিজের নিচে বাঁশ, বাঁশের চাটাই (ধারাই) দিয়ে পানির স্বাভাবিক চলাচল বাঁধাগ্রস্ত করে অবৈধ ভাবে সোঁতি বাঁধ স্থাপন করা হয়েছিলো। ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অবৈধভাবে স্থাপিত সোঁতি বাঁধ অপসারণ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

(এসএইচ/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২৫)