কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (১৪ সেপ্টম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দিরে এই ঘটনা ঘটে।
তবে কে বা কাহারা এই ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি।
ঘটনার পর পুলিশ সুপার মো. মিজানুর রহমান, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুদীপ্ত সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেখানে অবস্থান করছেন।
এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ বলেন, মন্দিরে কার্ত্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে। ওই সময় আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। এই সুযোগে কে বা কাহারা ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও বলেন,টিরশেডে ঘেরা অস্থায়ী মন্দির। রাতে প্রতিনিয়ত মন্দির পাহাড়া দেওয়া হয়। লোডশেডিংয়ের সময় মন্দিরে গিয়ে দেখতে পাই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সামনে দুর্গাপূজা। প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। আগামীকাল(সোমবার) থেকে রংয়ের কাজ শুরু হবার কথা ছিল।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে রয়েছি। তথ্য নিয়ে একটু পরে ঘটনার বিস্তারিত জানাতে পারবো।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুদীপ্ত সরকার বলেন, ঘটনাস্থলে আছি। পুলিশ সুপারও এখানে আছেন। এ নিয়ে তদন্ত চলছে।
(এমএজে/এএস/সেপ্টেম্বর ১৫, ২০২৫)