লোহাগড়া সরকারি আদর্শ কলেজে নবাগত শিক্ষার্থীদের পরিচিতি সভা

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া সরকারি আর্দশ কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনির নবাগত শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালের দিকে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের আয়োজনে লেঃ মতিউর রহমান অডিটোরিয়ামে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া সরকারি আদর্শ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও একাদশ শ্রেণি ভর্তি কমিটির আহ্বায়ক প্রভাষক বাঁধন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেহবার দারাজ।
লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আবুল বাসার সুমন ও সমাজকর্ম বিভাগের প্রভাষক মাওয়ারা খানমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের একাডেমি কাউন্সিলের সদস্য সচিব সহকারী অধ্যাপক কামরুন্নাহার লিনা, শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক পীযূষ কান্তি রায়, প্রভাষক এম.এম তারিকুল আলম, প্রভাষক কাজী সোহেল রানা প্রমুখ।
পরিচিতি সভায় প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি লোহাগড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ রেহবার দারাজের হাতে ক্রেষ্ট তুলে দেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও একাদশ শ্রেণি ভর্তি কমিটির আহ্বায়ক প্রভাষক বাঁধন কুমার ঘোষ ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক পীযূষ কান্তি রায়।
(আরএম/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২৫)