সুন্দরবনে নদী থেকে উদ্ধার পর্যটকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
=.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডিমেরচর এলাকার নদী থেকে উদ্ধার হওয়া কিশোর পর্যটক হাফেজ মাহিত আব্দুল্লাহর (১৬) মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মরদেহটি আইনগত প্রক্রিয়া শেষে মোংলা থানা পুলিশের উপস্থিতিতে তার বাবা ডা. শেখ সুলতান মাহামুদ আসাদের কাছে হস্তান্তর করা হয়।
আজ সোমবার দুপুরে কোস্টগাডের্র মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকার মহাম্মদপুর শেখেরটেক এলাকার বাসিন্দা ডা. শেখ সুলতান মাহামুদ আসাদ তার স্ত্রী ও চার ছেলেসহ ঢাকার বিভিন্ন এলাকার ৭৫ জন পর্যটকদের সাথে একটি লঞ্চে করে শনিবার বাতে সুন্দরবন ভ্রমণে আসেন। পরিবারের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসে গত রবিবার সকালে শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমেরচর এলাকায় বাবা ও ভাইদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন হাফেজ মাহিত আব্দুল্লাহ। নিখোঁজের পর কোস্টগার্ড আাউট পোস্ট কচিখালী ও মোংলা সদর দপতরের বিশেষ ডুবুরি দলের সদস্যরা ৩০ ঘন্টা পর সোমবার বিকারে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে। রাত ১০টার দিকে মরদেহটি আইনগত প্রক্রিয়া শেষে মোংলা থানা পুলিশের উপস্থিতিতে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।
(এস/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২৫)