ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ৬৮ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। আজ সোমবার বিকালের দিকে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির উদ্যোগে ডাল গবেষনা ও আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। 

জানা যায়, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। এদের মধ্যে ট্যালেন্টপুলে ২৪ জন ও সাধারন মেধায় ৪৪ জন বৃত্তি পেয়েছে।

বাংলাদেশ কিন্ডাগার্টেন সোসাইটি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ঈশ্বরদী ডাল গবেষনা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সুলতান মাহমুদ।

বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পরামর্শ দিয়ে বলেন, শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানাই। শিশু শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে এমন ব্যতিক্রমই অনুষ্ঠানের বিকল্প নেই। আজকের প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তাই এই ভবিষ্যতকে আলোর পথ দেখাতে পড়ার টেবিলে বসাতে কিন্ডারগার্টের সোসাইটির এমন আয়োজন অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মুনির হোসেন, ডাল গবেষনা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ সরকার, বৈজ্ঞানিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বৈজ্ঞানিক কর্মকর্তা ফারুক হোসেন, সবুজকুঁড়ি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ কবির আলী, স্যার আব্দুস সাত্তার কিন্ডারগার্টেনের পরিচালক শরিফুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সবুজকুঁড়ি কিন্ডারগার্টেনের সিনিয়র সহকারি শিক্ষক জহুরুল ইসলাম ডাবলু।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২৫)