সুবর্ণচরে চরজব্বর ডিগ্রি কলেজে নবীন বরণ ও আলোচনা সভা

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী চরজব্বর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস, নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কলেজ ক্যালেন্ডার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোস্যাল ইসলামী ব্যাংকের সার্বিক সহযোগিতায় ১৫ সেপ্টেম্বর সোমবার ১১ টায় কলেজ মিলনায়তনে নবীন বরণ ও আলোচনা সভার আয়োজন করে চরজব্বর কলেজ কর্তৃপক্ষ।
চরজব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলুর সভাপতিত্বে কলেজ শিক্ষিকা স্বপ্না রানী শীল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিন চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, আব্দুল্যাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইয়াসীর আরাফাত, নেয়াজিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিম ফারুকি, চরজব্বর কলেজের বিদ্যুতসাহী সদস্য এডভোকেট সফিক উল্যাহ সুমন, বিশিষ্ট সমাজ সেবক নুর নবী চৌধুরী, নিজাম উদ্দিন ফারুক, সাহাব উদ্দিন স্বপন, মোঃ মহি উদ্দিন প্রমুখ।
বক্তারা শিক্ষার মানউন্নয়ন নিয়ে নানা পরামর্শমূলক বক্তব্য রাখেন।
বক্তারা আরো বলেন, অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু দায়িত্ব পাবার পর, কলেজ গেট, চরজব্বর ডিগ্রি কলেজে অবকাঠামো উন্নয়ন, অলি উদ্দিন অডিটোরিয়াম নির্মাণ, বিশাল ফুল বাগান নির্মাণ, অফিস কক্ষ, ক্লাস রুমের উন্নয়নসহ শিক্ষার বিষয়ে সর্বচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা চরজব্বর ডিগ্রী কলেজ আবাসিক হোস্টেল ভবন করার আশ্বাস দেন।
(আইইউএস/এএস/সেপ্টেম্বর ১৬, ২০২৫)