মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর সদরের জাঙ্গালিয়া গ্রামে চুরির অপরাধে ইসরাফিল (৩৫) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার পরে তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, জাঙ্গালিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে ইসরাফিল দীর্ঘদিন যাবত স্থানীয় লোকজনের বাড়ি সহ পার্শবর্তী এলাকাতেও চুরি করে আসছিল। ঘটনার পূর্বের রাতে জাঙ্গালিয়া গ্রামের জালালের ছেলে কামরুলের বাড়িতে চুরি করে এসে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল। স্থানীয় লোকজন ইসরাফিলের সংবাদ পেয়ে তাকে ধরে গণপিটুনি দেয়। এসময় ইসরাফিল গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে স্মহম্মদপুর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহম্মদপুর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কাজী আবু আহসান বলেন, রোগী আসার পর তার কোনও স্বজন ছিল না। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান বলেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৫)