রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে প্রাণ হারালেন আব্দুর রহিম (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী। তিনি ইউনাইটেড স্কুল এণ্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

আজ মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে দুর্ঘটনার শিকার হন ওই শিক্ষার্থী। তিনি সাঁতার জানতেন না এবং আজই প্রথম পুকুরে নেমেছিল বলে জানিয়েছে তাঁর পরিবার।

নিহত ওই শিক্ষার্থীর বাড়ি জামালপুর পৌরসভার রামনগর এলাকায়। তিনি সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গুদাশিমলা উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. রেজাউল করিমের ছেলে।

স্থানীয়রা জানায়, একদল ছাত্রের সঙ্গে গোসলে নামেন আব্দুর রহিম। হঠাৎ পানিতে ডুবে যান তিনি। ছাত্ররা তাঁকে খুঁজে না পেয়ে ট্রিপল নাইনে ফোন দেন। জামালপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে তাঁকে পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রহিম সাঁতার জানতেন না। কোনদিন পুকুরে নামেন নি তিনি। বন্ধুদের পাল্লায় পড়ে তিনি আজ কলেজ পুকুরে নেমে মারা যান।

জামালপুর সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আবু ফয়সল মো. আতিক জানান, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৫)