বরিশালে সড়ক দুর্ঘটনায় নববধূ নিহত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : স্বামীর সাথে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন নববধূ। পথিমধ্যে ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পরে স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকেরা নববধূ খাদিজা আক্তারকে মৃত বলে ঘোষণা করেন। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দশটার দিকে বরিশালের উজিরপুর উপজেলার বাগরারপাড় নামকস্থানে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম বলেন-পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদারাসি গ্রামের বাসিন্দা মেহেদী হাসান ও তার নববধূ খাদিজা আক্তার (১৯) মোটরসাইকেলযোগে সাতলা থেকে নিজ বাড়িতে ফেরার পথে ইজিবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। গত একমাস পূর্বে মেহেদী হাসান ও খাদিজা বেগমের বিয়ে হয়।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৫)