সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের কচুয়া উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কাজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার প্রাচীন মঘিয়া কালি মন্দিরে এই জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর চলতি অর্থবছরের বাগেরহাট জেলার কচুয়া, চিতলমারী, শরণখোলা ও মোংলা উপজেলায়া মাসব্যাপি প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কাজ শুরু করা হয়েছে।

কচুয়া উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম সচিব স্বপন মন্ডল, মঘিয়া কালি মন্দির কমিটির সভাপতি নিত্যরঞ্জন সাহা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মহিদুল ইসলাম, বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. যায়েদ, মাইকেল মধুসূদন দত্ত বাড়ির সহকারী কাস্টোডিয়ান মো. হাসানুজ্জামান, বরিশাল বিভাগীয় জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান মো. আরিফুর রহমান, আঞ্চলিক দপ্তরের কর্মকর্তা মো. এনামুল হক, ফটোপ্রিন্টার মো. রায়হান।

(এস/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৫)