রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে রবিবার রাত ৩টায় অসুস্থ নাতিকে দেখতে বাসায় না যাওয়ায় আযম খান নামের এক শিশু বিশেষজ্ঞ ডাক্তারের ওপর ক্ষেপেছেন আ.লীগ নেতা খোরশেদ আলম। এ কারণে রাতে গালমন্দ করলেও আবার সোমবার সকালে ওই আ.লীগ নেতা ও তার লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডাক্তারকে শায়েস্তা করতে কক্ষে কক্ষে খুঁজতে থাকে এবং অশালিন গালমন্দ করে।

ওই সময় আতঙ্ক দেখা দিলে ডিউটি ডাক্তাররা তাদের কক্ষ ও চিকিৎসা সেবা বন্ধ করে স্বাস্থ্য কর্মকর্তাকে ঘটনা জানিয়ে প্রতিকার দাবি করেন। এ অবস্থায় চিকিৎসা না পেয়ে দীর্ঘসময় রোগীরা অপেক্ষা করে বাড়ি চলে যেতে বাধ্য হয়। ডা. আযম খান বলেন, বাসায় গিয়ে চিকিৎসা না দেয়ায় আমাকে হুমকি-ধামকি দেয়া হয়। সকালে একদল উশৃঙ্খল যুবক আমাকে খুঁজতে হাসপাতালে আসে এবং অশালিন গালমন্দ করে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

আ.লীগ নেতা খোরশেদ আলম বলেন, সন্ধ্যা রাতে আমার ৮ দিন বয়সের নাতিকে বাসায় এসে চিকিৎসা না দেয়ায় মন খারাপ হওয়ায় আমি ডাক্তারকে গাল-মন্দ করেছি। পরবর্তীতে এমপিসহ অন্যদের উপস্থিতিতে উভয় পক্ষের বৈঠকে বিষয়টির সমঝোতা হয়েছে। রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজরুল হক আকন্দ বলেন, উভয় পক্ষের মধ্যে সমঝোতা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। কোনো পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।

(পিকেআর/এএস/ডিসেম্বর ১৫, ২০১৪)