দিলীপ চন্দ, ফরিদপুর : রাজবাড়ীর আলোচিত আমজাদ খান হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সাদ্দাম মন্ডল (৩৫) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। র‌্যাব-১০ এর একটি বিশেষ দল আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ জুলাই সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আমজাদ খানকে পরিকল্পিতভাবে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে রাজবাড়ী সদর হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার পর থেকে আসামি সাদ্দাম মন্ডল গা ঢাকা দিয়ে আত্মগোপনে ছিল। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের কোতোয়ালি থানার কানাইপুর ফিড মিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১০।

গ্রেপ্তারকৃত সাদ্দাম মন্ডল রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা। তাকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৫)