নড়াইলে পাঠাগারের পাঠক বৃদ্ধি ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পাঠাগারের পাঠক বৃদ্ধি ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পাঠাগার সংগঠন।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোছাঃ কল্পনা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ইঞ্জিনিয়ার কাজী আবু সাঈদ মোঃ জসিম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, লেঃ জুনায়েদ বিন মোর্ত্তজা, শিক্ষক নাহিদা আহম্মেদ, শিক্ষক লাকী রানী সাহা প্রমুখ।
অনুষ্ঠানে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মিঠুন মৈত্র।
(আরএম/এএস/সেপ্টেম্বর ১৭, ২০২৫)