দুই কিশোরীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবনসহ ১৪ বছর কারাদণ্ড

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে দুই কিশোরীকে ধর্ষণের ঘটনায় পলাতক আবু সাইদ রবিন নামে এক যুবককে যাবজ্জীবনসহ ১৪ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুই মামলায় তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। দুই কিশোরীর মধ্যে একজনকে কৌশলে নিজ বাড়িতে নিয়ে এবং আরেকজন ইভটিজিংয়ের প্রতিবাদকারী কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করেন রবিন।
সাজাপ্রাপ্ত আবু সাইদ রবিন জামালপুর সদর উপজেলার তুলশীরচর এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।
আজ বুধবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ দণ্ডাদেশ দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ২০২৩ সালের ৯ এপ্রিল দুুপরে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরনের পর ধর্ষণ করে আসামি রবিন। এ মামলায় ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রবিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।
এছাড়া, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী ১৪ বছরের এক কিশোরীকে কৌশলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন রবিন। এ মামলায় ৬ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে রবিনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।
(আরআর/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৫)