শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে সোয়া তিন ঘণ্টা পর রেলপথ ও সড়ক অবরোধ প্রত্যাহার করেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা। দুপুর ১টা ১০ মিনিটের দিকে তারা এ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

এর আগে আজ বুধবার সকাল থেকে কারিগরি ছাত্র আন্দোলন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার শিক্ষার্থীরা শহরের ফুলবাড়ী নীমনগর বাসস্ট্যান্ড সংলগ্ন রেলপথ ও সড়ক অবরোধ করে। তাদের সঙ্গে এ আন্দোলনে যোগ দেয় শহরের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

এর ফলে অটোরিকশা, বাস, ট্রাকসহ শত শত যানবাহন আটকে পড়ে। এতে শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথচারীরা। রেলপথে অবস্থানের কারণে আটকা পড়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ও রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে পৌঁছে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

আন্দোলনরত দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো.মকবুল হোসেন মনু জানান, গত কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে বিএসসি ইঞ্জিনিয়াররা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সরাসরি গুলি করে হত্যার হুমকি দেয়। এই হুমকির প্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে হুমকি দাতাদের ২৪ ঘণ্টার মধ্যে তাদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাগ্রহণ করা হয়নি। এ কারণে আমরা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।

দিনাজপুর রেলওয়ের স্টেশন সুপার জিয়াউল হক জানান, রেলপথ অবরোধের ফলে ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ও রাজশাহীগামী ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন দু'টি দিনাজপুর রেল স্টেশনে আটকা পড়ে। দ্রুতযান সকাল ৯ টা ৫০ মিনিটে স্টেশন ত্যাক করার কথা থাকলেও প্রায় সোয়া তিন ঘন্টা দিনাজপুর স্টেশনে অবস্থান করেছে।

দুপুর একটা ১০ মিনিটে একটায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে ট্রেন দুটি স্টেশন ছেড়ে গন্তব্য স্থলে ছেড়ে যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, আন্দোলনের মূল লক্ষ্য হলো ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার নিশ্চিত করা এবং পদোন্নতি ও নিয়োগ সংক্রান্ত ন্যায্য সুযোগ প্রাপ্ত করা। তাদের দাবির মধ্যে রয়েছে
উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ সংরক্ষণ: কেবল পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে উত্তীর্ণদের জন্য। পদোন্নতির কোটা বৃদ্ধি: বর্তমান ৩৩% থেকে ৫০% করা।প্রশাসনিক পদে নিয়োগ: প্রশাসন ক্যাডার থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সুযোগ প্রদান।

বিএসসি প্রকৌশলীদের অন্য ক্যাডারে নিয়োগ বন্ধ: ডিপ্লোমা প্রকৌশলীদের সুবিধার জন্য।জনবল কাঠামোতে সমন্বয়: বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপাত নির্ধারণে ১:৫।

প্রশাসনিক পদে পদোন্নতি ও সুবিধা: ন্যায্য সুযোগ নিশ্চিত করা ও অন্য সকল দাবির সমাধান ও ন্যায্য কর্মসংস্থান: ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার সুরক্ষা।

উল্লিখিত দাবি উপস্থাপন করে শিক্ষার্থীরা বলেন তাদের দাবি পূরণ না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

(এসএস/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৫)