প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যানন্দ ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় তিস্তা নদীতে টনি জাল দিয়ে মাছ ধরার সময় ষাটোর্ধ এক ব্যক্তি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছে। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস রংপুরের ডুবুরী দল দিয়ে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে। দুপুর ১টা পর্যন্ত ডুবুরী দল নিখোঁজ ব্যক্তিকে জীবিত কিংবা মৃত উদ্ধার করতে পারেনি বলে রাজারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ আক্তারুজ্জামান সওদাগর জানিয়েছেন। 

নিখোঁজ ব্যক্তি ওই ইউনিয়নের রতি সোলাগাড়ি মৌজার বাসিন্দা রহিম উদ্দিন ওরফে ভাকিরা(৬২)। তিনি পেশায় নারিকেল গাছের ডাল পরিষ্কারকারী। আজ বৃহস্পতিবার সকালের দিকে টনি জাল দিয়ে ডাংরারহাট এলাকার সোলাগাড়ী মোহাম্মদ আলী মেম্বারের বাড়ির পাশে তিস্তা নদীতে মাছ ধরার সময় নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়। এ সময় তার সাথে অপর সঙ্গীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টায় চালায়। পরে রংপুর থেকে ডুবুরী দল এসে নিখোঁজ রহিম উদ্দিনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে। তবে নিখোঁজ ব্যক্তিকে ৪ঘন্টায়ও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিক করেছে রাজারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ আক্তারুজ্জামান সওদাগর।

(পিএস/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৫)