বাসদ’র কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুন নাহার বেবী মারা গেছেন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য, কমরেড আ ফ ম মাহবুবুল হক এর স্ত্রী কামরুন নাহার বেবী (৭৩) মার গেছেন। ১৭ সেপ্টেম্বর রাত ৩টা ২০ মিনিটে কানাডায় ক্যান্সারের চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বৃহস্পতিবার বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
কামরুন নাহার বেবী গত ৩/৪ বছর থেকে কলোন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভুইয়া গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুন নাহার বেবী মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, কামরুন নাহার বেবীর মৃত্যুতে পার্টি একজন নিবেদিত প্রাণ নেতাকে হারালো।
কামরুন নাহার বেবী ১৯৫২ সালে লক্ষ্মীপুর জেলা জন্মগ্রহন করেন। বাবা প্রকৌশলী মাফুজুর রহমান, মাতা ফজিলতুন নেসা চার সন্তানের মধ্যে কামরুন নাহার বেবী ছিলেন সবার বড়। ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগ থেকে তিনি মাস্টাস সম্পন্ন করেন। তিনি জাসদ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সামছুননাহার হল ছাত্রলীগের সভাপতিসহ কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মকান্ডে সক্রিয় যুক্ত ছিলেন। রাজনীতির কারণে জেলখানা থেকে তিনি অনার্স ফাইনাল পরীক্ষা অংশগ্রহন করেন। এছাড়া তিনি ক্রান্তি শিল্পী গোষ্ঠীর হয়ে সক্রিয় নাট্য আন্দোলন করেছেন।
কামরুন নাহার বেবীর একমাত্র কন্যা উৎপলা ক্রান্তি ও অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আগামী ২০ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ২টায় শেষ কার্য সম্পন্ন করে কানাডার অটোয়ায় কমরেড আ ফ ম মাহবুবুল হক এর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
(পিআর/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৫)