আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে গলায় ফাঁস দিয়ে রাব্বি বয়াতী (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার দিবাগত রাত দশটার দিকে গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ড কাসেমাবাদ গ্রামের নিজ বাসায় গলায় ফাঁস দেন রাব্বি। নিহত রাব্বি ওই গ্রামের ইদ্রিস বয়াতীর ছেলে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, বুধবার দিবাগত রাত দশটার দিকে নিজ ঘরের একটি কক্ষে গলায় ফাঁস দেয় রাব্বি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। তবে কি কারনে সে (রাবিব) গলায় ফাঁস দিয়েছে তা জানাতে পারেনি পরিবারের সদস্যরা। এরআগে গত বছরও রাব্বির এক ভাই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলো।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, খবরপেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কি কারনে সে আত্মহত্যা করেছে তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৫)