ঈশ্বরদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সবাই সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান সরকার।
বক্তব্য রাখেন, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. স. ম আব্দুন নূর. প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দীন, প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা জিয়াউল হাসান সন্টু সরদার, জামায়াতে ইসলামের নেতা হাফিজুর রহমান, ঈশ্বরদী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তি, সাধারণ সম্পাদক গনেশ সরকার, ঈশ্বরদী বারোয়াড়ি মৌবাড়ি ও ঠাকুরবাড়ি মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার কুন্ডু, উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক দেব দুলাল রায় প্রমুখ।
উল্লেখ্য, ঈশ্বরদীতে এবারে ৩০টি মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৫)