সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় এবার স্মরণকালের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি চলছে। ৭১টি মন্ডপে অনুষ্ঠিত হবে পূজা। স্থানীয় প্রশাসন জানিয়েছেন শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

কাপাসিয়া প্রতিটি মন্ডপেই এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। দিন-রাত এক করে শেষ মুহূর্তের রঙের তুলির আঁচড়ে প্রাণ দিচ্ছেন দেবী দুর্গার প্রতিমায়।

গত বছরের তুলনায় এবার রেকর্ড সংখ্যক ৭১টি পূজা অনুষ্ঠিত হবে। যা কাপাসিয়ার ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন বলে জানিয়েছেন পূঁজা উদযাপন পরিষদের নেতারা।

কাপাসিয়া উপজেলা সদরের শ্রী শ্রী জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক জীবন ভৌমিক ও পানবরাইদ রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নিতাই বর্ধন জানান, প্রতিমা গুলো রং করা হচ্ছে। আগামী ২৮ শে সেপ্টেম্বর আমাদের পূঁজা অনুষ্ঠিত হবে। এই দুর্গাপূজায় আমাদের পরিবেশ অত্যন্ত সুন্দর, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের যোগাযোগ রয়েছে, তারা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করছেন, এমনিতেও আমাদের কাপাসিয়ার পরিবেশ খুবই ভাল রয়েছে।

শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতিতে উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীম বলেন, আপনারা জানেন যে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা অত্যন্ত শান্তিপূর্ণ একটি উপজেলা। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সবাই একত্রে বসবাস করছেন। আসন্ন দুর্গাপূঁজায় আমাদের সবার সহযোগিতায় প্রত্যেক ডিপার্টমেন্টের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ এলাকার সকলের সহযোগিতায় আশা করছি সুন্দর একটি দুর্গাপূঁজা উপহার দিতে পারব। এবারের পূঁজায় গাজীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহ রিয়াজুল হান্নান ও সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরার নেতৃত্বে কাপাসিয়া উপজেলা হিন্দু সম্প্রদায়ের সাথে উঠান বৈঠক করেছেন। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিলে এই শারদীয় দূর্গা উৎসব যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা করেছেন।

বাংলাদেশ পূঁজা উদযাপন ফ্রন্ট কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি মিল্টন সরকার ও সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র পাল জানান, এবছর কাপাসিয়া উপজেলায় ৭১ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অতীতের যে কোন সময়ের চেয়ে এবার শান্তিপূণ পরিবেশ রয়েছে এবং প্রশাসনিক দিক দিয়েছে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে মন্দির গুলোতে সাজসজ্জার কাজ শুরু হয়েছে। এক্ষেত্রেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যেন থাকে সে ব্যাপারে প্রশাসনের সাথেও কথা হয়েছে। পাশাপাশি গাজীপুর জেলা থেকে ডিসি স্যার এবং এসপি স্যার কিছু নির্দেশনা দিয়েছেন। মন্দির গুলো যেন নিজস্ব ভাবে রাতে পাহারার ব্যবস্থা করা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্দির পরিদর্শন করেছেন, খোঁজখবর নিচ্ছেন বলে তারা জানান।

কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রবিউল ইসলাম জানান, আমাদের কাপাসিয়া থানা এলাকায় এবার ৭১ টি পূজা মন্ডপ রয়েছে। ইতিমধ্যে প্রত্যেকটি পূঁজা মন্ডপ ভিজিট করেছি। পূঁজা মন্ডপ গুলোতে সিসি ক্যামেরা স্থাপনের তাগাদা দেওয়া হয়েছে। অধিকাংশ পূঁজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। পূঁজা মন্ডপ গুলোতে প্রতিনিয়তই ভিজিট করছি। শান্তিপূর্ণভাবে পূঁজা উদযাপন করতে সবাইকে সহযোগিতা করতে পারব ইনশাল্লাহ। এদিকে পূঁজা উপলক্ষে স্থানীয় বাজারে বেড়েছে কেনাকাটার চাপ বৃদ্বি পেয়েছে।

(এসকেডি/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৫)