নির্মল কুমার সাহা, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের (পাচআনী) ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের জনগণ, ডাকাত সর্দার ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসী মনির মেম্বারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে। 

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে পাচআনী এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর অভিযোগ, মনির মেম্বার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার দাপটে এলাকায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। র‌্যাব ও পুলিশের একাধিক অভিযানে সে সহ সহযোগীরা গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে পুনরায় সে একই অপরাধে লিপ্ত হন।

গত ১০ আগস্ট র‌্যাব-১১ এর একটি বিশেষ অভিযানে মনির মেম্বারসহ ছয়জন সহযোগীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, সুইচ গিয়ার, দা সাথে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর ৭ সেপ্টেম্বর পাঁচআনী এলাকায় সোলাইমান নামে এক যুবকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন মনির মেম্বার। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতন চালানো হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পান। মাত্র কয়েকদিন পর ১১ সেপ্টেম্বর, মাদক ব্যবসার প্রতিবাদ করায় ইমরান হোসেন নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় মনির মেম্বার ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী অভিযোগ করে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড থেকে মেঘনা ঘাট পর্যন্ত ডাকাতি কর্মকাণ্ডের সঙ্গেও সরাসরি জড়িত মনির মেম্বার। পুরো ইউনিয়নে তিনি ভয়ের রাজত্ব কায়েম করেছেন। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস ছাড়া তার আর কোনো কাজ নেই। আমরা দ্রুত তাকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।

এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি (তদন্ত) রাশেদ হাসান খান বলেন, মনির মেম্বারের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, হত্যা চেষ্টা, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে আমরা অবগত আছি। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এনকেএস/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৫)