বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরে সমাধান সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে সদর উপজেলার ৬টি অসচ্ছল দরিদ্র পরিবারকে বিনামূল্যে ৬টি গাভী বিতরণ করা হযয়েছে। গতকাল বুধবার বিকালে মাদারীপুর সদর উপজেলা চত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর বিশেষ কর্মসূচির আওতায় এবং অর্থায়নে ও সমাধান সমাজ উন্নয়ন সংস্থা এর বাস্তবায়নে প্রথম ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। 

এ সময় সমাধান সমাজ উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক এইচ এম, বোরহান এর সভাপতিত্বে গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া সাবাব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ কাজী অনিক, সমাধান সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ শাহজাহান মিয়া, ব্যাংক কর্মকর্তা রামানন্দ পোদ্দার, এশিয়ান টিভির সাংবাদিক অনাদি কুমার মন্ডল।

এছাড়াও উপস্থিত ছিলেন বাস্তবায়নকৃত সংস্থার বিভিন্ন কর্মকর্তা সহ স্থানীয় ব্যক্তি বর্গ এবং অসচ্ছল দরিদ্র পরিবারের ৬ জন উপকারভোগী।

এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ, ৬ জন অসচ্ছল দরিদ্র পরিবারকে বিনামূল্যে ৬টি গাভী বিতরণ করেন।

(বিডি/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৫)