ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে সাপের কামড়ে স্নিগ্ধা খাতুন (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের জুবায়ের হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৭টা ৪০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।

স্নিগ্ধার চাচা আহসান হাবিব জানান, সন্ধ্যা ৬টার দিকে রান্না করার সময় বিষাক্ত সাপ তার বাম পায়ে দংশন করে। এসময় তার চিৎকার শুনে পরিবারের লোকজন দ্রুত তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে সাপের কাটা রোগীর কোন চিকিৎসা ব্যাবস্থা না থাকায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। রাজশাহী যাবার পথে রাত ৭টা ৪০ মিনিটের সময় তার মৃত্যু ঘটে।

মাত্র ছয় মাস আগে ঈশ্বরদী পৌর এলাকার পাতিলাখালী গ্রামের রেজাউল দেওয়ানের মেয়ে স্নিগ্ধার বিয়ে হয়। স্নিগ্ধার অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(এসকেকে/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২৫)