রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের বকচরায় ককশীটের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। 

আজ শুক্রবার সকালের দিকে বকচরা এলাকায় মিন্টু চৌধুরীর মালিকানাধীন রংধনু প্রিন্ট প্যাকেজিং কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর নূরুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে সকাল ৭টায় ঘটনাস্থলে গিয়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বৈদ্যুতিক সটসার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে। এসময় ককশীট তৈরীর কাচামাল ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৫ লক্ষটাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৫)