সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ ফরিদা বেগম (৫৫) নামে মাদক বিক্রেতা এক ভাতের হোটেল মালিককে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে বাগেরহাট শহরের নাগেরবাজার মাছ বাজার সংলগ্ন একটি ভাতের হোটেলে অভিযান চালিয়ে হোটেল মালিক ইয়ারা বিক্রেতাকে আটক করা হয়। আটক ফরিদা বেগম শহরের নাগেরবাজার এলাকার মতিয়ার রহমানের স্ত্রী।

বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামিম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ শহরের নাগেরবাজারে ফরিদা বেগমের ভাতের হোটেলে অভিযান চালায়। এ সময় হোটেল মালিক মাদক বিক্রেতা ফরিদা বেগমের দেখানো মতে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান শেষে পুলিশ ফরিদা বেগমকে গ্রেফতার করা হয়। ফরিদা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৫)