বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে তরুণ প্রজন্মের ভূমিকা এবং সামাজিক সচেতনতা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের গৌরনদী ডিবেটিং সোসাইটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রতিযোগিতা অনুস্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহীন, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর জামায়াতের আমীর মো. হাফিজুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির, প্রভাষক জিনাত জাহান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী ডিবেটিং সোসাইটির সভাপতি মো. বাপ্পী সিকদার। বিতর্ক প্রতিযোগিতায় গৌরনদীর মাহিলাড়া ডিগ্রি কলেজ ও গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রীরা অংশগ্রহণ করে। সবশেষে অতিথিরা বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৫)