সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর ৪ কাপাসিয়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর (অবঃ) মুহাম্মদ শফিউল্লাহ মিঠু আজ শুক্রবার বিকেলে কাপাসিয়া সদর বাজার সহ বিভিন্ন এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনী গণসংযোগ করেন।

এসময় তার সাথে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মেজর মিঠু কাপাসিয়া বাজারের প্রতিটি দোকানে গিয়ে তার নিবাচনী প্রচার পত্র বিলি করেন এবং দোকানী ও সাধারণ মানুষের সাথে দেখা করে ভোট প্রার্থনা করেন। এ সময় বাজারে আসা সাধারণ মানুষ মিঠুকে একনজর দেখার জন্য ভীর জমায়। সে সময় গণসংযোগটি পথ সভার রুপ নেয়।

এদিকে তিনি বিকেল চার দিকে তার লোকজন নিয়ে কাপাসিয়া বাজারে প্রবেশ করেন, কাপাসিয়া পশ্চিম বাজার থেকে গণসংযোগ শুরু করে মধ্যে বাজারে এসে কাপাসিয়া বাজার জামে মসজিদে মুসুল্লিদেরকে নিয়ে আছরের নামাজ আদায় করেন।

পরে তিনি ফল বাজার, কাচা বাজার, মাছ বাজার সহ মেইন রোড, কাপড় বাজারে ও গণসংযোগ করেন। পরে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে আগামী দিনের পরিকল্পনা বিষয় অবিহিত করেন।

ওই সময় তিনি বলেন, জিয়াউর রহমানের উনিশ দফা ও তারেক রহমানে একত্রিশ দফা বাস্তবতায়নের মাধ্যমে কাপাসিয়া বাসীর আশা পূরণ করবেন বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন, আগামী দিনে কাপাসিয়া উপজেলা বাসীর সুখেদুঃখে অংশীদার হবেন বলেও তিনি সাংবাদিকদের জানান।

(এসকেডি/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৫)