একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা ও বালিয়াকান্দি উপজেলার দুই যুবক পরিবারের কাছ থেকে দাবিকৃত টাকা না পেয়ে নিজ নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তারা হলেন, পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সূজানগর গ্রামের আইনুদ্দিন এর ছেলে রুহুল আমিন (৩৫) ও বালিয়াকান্দি টেম্পু স্ট্যান্ড এলাকার গণেশ সরকারের ছেলে স্বাধীন সরকার (২৬)। পরিবারের পক্ষ থেকে জানা গেছে তার উভয়ই মাদকাসক্ত ছিলেন।

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে পাংশার বাবুপাড়া ইউনিয়নের সূজানগর গ্রামের রুহুল আমিন নিজের ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। নিহতের মামা মাজেদ মন্ডল বলেন, রুহুল মাদকাসক্ত ছিলো। গত কয়েক দিন যাবত সে বিশ হাজার টাকা নেয়ার জন্য বায়না ধরে বাবা মায়ের কাছে। টাকা দিতে না পাড়ায় টাকাকে কেন্দ্র করে রুহুল ও তার মা এর মধ্যে কথা কাটাকাটি হয়। তার দাবিকৃত টাকা না পাওয়ায় আত্মহত্যা করতে পারে।

অন্যদিকে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোন এক সময় বালিয়াকান্দির স্বাধীন সরকার নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের পক্ষ থেকে জানা যায়, স্বাধীন বাবার কাছে পূজার বাজারের জন্য টাকা দাবি করেন। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে অভিমান করে স্বাধীন নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে উভয় থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে উভয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।পরে প্রতিটি থানায় একটি করে অপমৃত্যু মামলা রুজু হয়।

(একে/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২৫)