নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মোঃ কুদ্দুস মোল্লা (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর ) সকাল ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের জয় বাংলা মোড়ে রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়,খুলনা হতে ঢাকা গামী গোল্ডেন লাইন এসি বাস ধাক্কা মেরে ফেলে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত বাসটি দ্রুত পালিয়ে যায়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(পিবি/এএস/সেপ্টেম্বর ২০, ২০২৫)