কাপাসিয়ায় বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাও এলাকায় নিজের বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এমন ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
গত ১৮ সেপ্টম্বর রাতে এ ঘটনাটি ঘটে বলে বাদী জানান। অভিযুক্ত আফজাল হোসেন কামারগাও এলাকার তোফাজ্জল হোসেন মাস্টারের ছেলে। তিনি এক বছর প্রবাস থেকে দেশে আসেন। তার তিন কন্যা সন্তান রয়েছে। দু'জনের বিয়ে হয়ে গেছে। গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ ঘটনা পর ভুক্তভোগী মেয়ের মা বাদী হয়ে স্বামী (মেয়ের বাবা) আফজাল হোসেনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগের করেন। কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ অভিযোগটি নথিভুক্ত না করে গরিমসি করতে থাকে বলে বাদীর অভিযোগ।
ভুক্তভোগী মেয়ের মা জানান, তার স্বামী আফজল হোসেন বছরখানেক পূর্বে প্রবাস থেকে দেশে আসেন। তিনি নেশা গ্রস্ত। ঘটনার দিন রাতে নেশাগ্রস্ত অবস্থায় নিজের ১৪ বছরের মেয়েকে পাশের রুমে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
ভক্তভোগী মেয়ে জানান, বিগত চার মাস পূর্বেও তার বাবা নেশা করে মাতাল অবস্থায় ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। আবার নেশাগ্রস্ত অবস্থায় বৃহস্পতিবার রাতে পাশের রুমে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে তার চিৎকারে বাড়ীর লোকজন এসে তাকে উদ্ধার করেন।
এদিকে অভিযোগের পর কাপাসিয়া থানা পুলিশ অভিযোগ তদন্ত করতে গিয়ে অভিযুক্ত আসামির সাথে কথা বলে পুলিশ চলে আসে বলে বাদী অভিযোগ করেন। অভিযুক্ত আসামিকে আটক না করায় বাদী ও তার মেয়ে নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানা যায়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন মন্ডল জানায়, ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের আলোকে একটি ধর্ষণ চেষ্টা মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান তৎপরতা চলমান রয়েছে।
(এসকেডি/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৫)