বিকাশ স্বর্ণকার, সোনাতলা : ভোর থেকে গভীর রাত পর্যন্ত শিল্পীর শৈল্পিক কারুকার্যে ধীরে ধীরে সাজিয়ে উঠছে দেবী দুর্গা। বগুড়া সোনাতলায় শরতের আবহে হিন্দুধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজার আগমনী সুর বাজতে শুরু করেছে। আর ক'দিন পর মন্ডপ মুখরিত থাকবে ঢাকির ঢাকের শব্দে। তবে যাদের আয়োজনে পূর্ণতা পায় দূর্গাৎসব এর তারাই বঞ্চিত। সেই মৃত শিল্পের কারিগর জানালেন প্রতিমা তৈরিতে মজুরি স্বল্পতার কথা। এদিকে প্রতিমা তৈরির শিল্পীরা সময়মতো মন্দির কমিটিকে প্রতিমা হস্তান্তরের জন্য একবারেই ব্যস্ত সময় পার করছেন। 

অন্যদিকে আয়োজকরাও কিন্তু বসে নেই তারাও ইতিমধ্যে মন্ডপসজ্জা সেই সাথে চারিদিক আলোক সজ্জায় কাজে লাগিয়েছেন ডেকোরেটর শ্রমিকদের। শ্রমিকরা আলোকসজ্জা সহ পুজা মন্ডপকে দৃষ্টি নন্দন করে সাজিয়ে তোলার মহা পরিকল্পনা হাতে শুরু করেছেন কাজ।

হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কথা বলে জানা গেছে, এবার পুঞ্জিকা মতে আগামী ২১শে সেপ্টেম্বর রোববার মহালয়ার মাধ্যমে শুরু হচ্ছে দুর্গাপূজা। এবছর দশভুজার আগমন ঘটবে গজে (হাতিতে) ফলম-শষ্য পূর্ণ বসুন্ধরা, তবে তিনি গমন করবেন দোলায়(পালকি) ফলম-মরক। আর এই বিশেষ ক্ষণের জন্য দিন গুনছেন প্রতিটি দেবী ভক্ত অনুরাগীরা। উপজেলার পুজামন্ডপ ঘুরে দেখে গেলো মৃত শিল্পের কারিগর এখন রং তুলিতে অলংকরণ করে ফুটিয়ে তুলছেন দেবীর সৌন্দর্য। তাদের হাতের শৈল্পিক ছোয়ায় দৃষ্টিনন্দন হয়ে উঠছে এক একটি প্রতিমা। এরপর ষষ্ঠীর দিন তারা নান্দনিক সৌন্দর্যের দেবীকে বুঝে দিবেন কমিটিকে। এদিকে বগুড়া সদরের দত্তবাড়ি সংলগ্ন ধরের বাড়ি বারোয়ারি পুজো মণ্ডপে এবার দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটির সভাপতি বাবু তরুন চন্দ্র রায় বলেন, এবার ৪৩তম দূর্গাৎসব পালিত হবে এই মন্দিরে। শারদ উৎসব কে ঘিরে এই মন্দিরে পুজোর ক'দিন উৎসবের আমেজ বিরাজ করবে।

মৃৎ শিল্পের কারিগর সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের গোপিনাথ চন্দ্র পাল জানান, বাপ-দাদার পেশাগত কাজ আমরা করে যাচ্ছি। নিত্যপন্যের দাম ব্যাপক বৃদ্ধি পেলেও বাড়েনি আমাদের মজুরি। তিনি আক্ষেপ করে বলেন, দিন রাত সমানতালে কাজ করে প্রতিমা তৈরি করছি অবশেষে পুজোতেই আমরা ক্লান্ত হয়ে পড়ি ভাগ্যে জোটে না পুজার আনন্দ।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রওশন কবির জানান, আমাদের অফিসার গুলো প্রতিনিয়তই বিভিন্ন মন্দিরে গিয়ে কমিটির সাথে মতবিনিময় করছেন। তবে এবার শারদ উৎসবে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে প্রতিটি মন্দির।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৫)