শ্যামনগরে জলবায়ু পরিবর্তনে স্থানীয় অংশিজনদের সক্ষমতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব এবং এ সংক্রান্ত নীতিমালা, কার্যক্রম ও জলবায়ু তহবিল সম্পর্কে স্থানীয় অংশিজনদের সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।
ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া, বাংলাদেশ (ক্যানসা-বাংলাদেশ), ইসলামিক রিলিফ বাংলাদেশ, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, সিপিআরডি, শুশীলান, এসডিএস যৌথ আয়োজনে আজ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সুশীলন টাইগার পয়েন্টের হল রুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
জলবায়ু পরিবর্তন, এর প্রভাব এবং সম্পর্কিত নীতি, কার্যক্রম এবং জলবায়ু সম্পর্কে স্থানীয় স্টেকহোল্ডারদের সক্ষমতা বৃদ্ধি" শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন সুশীলনের প্রধান নির্বাহী মোস্তফা নুরুজ্জামান, ক্যানসা বিডির চেয়ারপার্সন মোহাম্মদ শাহাজাহান, বোর্ড অফ মেম্বর ও এসডিএস এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম, সুশীলনের উপ-প্রধান নির্বাহী মোঃ নাসির উদ্দিন ফারুক, ইসলামিক রিলিফের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, গবেষণা ও অ্যাডভোকেসি সহকারী ব্যবস্থাপক শেখ নূর আতায়া রাব্বি প্রমুখ।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের নির্বাহী কর্মকর্তা, যুব নেট বাংলাদেশের যুব প্রতিনিধি, কমিউনিটি সংগঠন, আইএনজিও, এনজিও, জলবায়ু সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিলো- অংশগ্রহণকারীদের জলবায়ু বিজ্ঞান, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বৈশ্বিক আলোচনার প্রক্রিয়া সম্পর্কে ধারণা বৃদ্ধি করা; জলবায়ু তহবিল বিষয়ে জ্ঞান ও প্রকল্প প্রস্তাবনা তৈরি করার সক্ষমতা গড়ে তোলা; যুব, নারী, মিডিয়া, সিএসও এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সম্মিলিতভাবে জলবায়ু পদক্ষেপে সম্পৃক্ত করা।
(আরকে/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৫)