মোঃ শাজনুস, বরগুনা : বরগুনায় জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজ শনিবার বিকেলে বরগুনা নদী বন্দর এলাকায় বরগুনা জেলা জাকের পার্টি মৎসজীবি ফ্রন্ট এর সভাপতি মোঃ খোকন মিয়ার সভাপতিত্বে জনসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এময় সভায় উপস্থিত ছিলেন উক্ত সভার প্রধান অতিথি বরগুনা জেলা জাকের পার্টি সভাপতি মোঃ জাহাঙ্গীর কবির ও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা জাকের পার্টি সহ- সভাপতি গোলাম মাহমুদ সেলিম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বরগুনা জেলা জাকের পার্টির সাংগঠনিক- সম্পাদক মোঃ নাজির পঞ্চায়েত, জাকের পার্টি সেচ্ছাসেবক ফ্রন্ট এর সভাপতি মোঃ ফারুক শিকদার, জাকের পার্টি যুব ফ্রন্ট এর সভাপতি এইচ এম শাহাদাত, বরগুনা সদর উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ কামাল খানসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জাকের পার্টি দেশে সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত ৩৬ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে। দেশের যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি, দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালু এবং অর্থনৈতিক সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এছাড়াও বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, জাকের পার্টির সৌহার্দ্য ও সম্প্রীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে নিকট ভবিষ্যতে জনগণ দলটিকে সমর্থন দিবে। মিলাদ মাহ‌ফিল শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করেন।

(এস/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৫)