পিআরের পক্ষের রাজনীতিকরা জনশত্রু : মোমিন মেহেদী
স্টাফ রিপোর্টার : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, পিআরের পক্ষের রাজনীতিকরা জনশত্রু। তারা রাজনীতির নামে মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নেয়ার জন্য নব্য স্বৈরাচারে পরিণত হয়েছে। আজ শনিবার বিকেলে তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘প্রান্তিক কর্মী প্রশিক্ষণ’-এর উদ্বোধনীয় আয়োজনে উপরোক্ত কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ আলম আল শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় মোমিন মেহেদী আরো বলেন, দেশের মানুষ সবসময় চেয়েছে দুবেলা দুমুঠো ভাত, ভোটের অধিকার আর নিরাপত্তার নিশ্চয়তা, তা তাদেরকে কোনো সরকারই দিতে পারেনি; চলমান সরকারও ব্যর্থ হয়েছে। শুধু এখানেই শেষ নয়; বৈষম্য দূর করার অঙ্গিকার নিয়ে ক্ষমতায় আসবার পর একের পর এক বৈষম্য তৈরির পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে ফেলেছে, ছাত্রদের শিক্ষা ব্যবস্থায়, অর্থনৈতিক স্বচ্ছলতাকে ধ্বংস করে দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশে শুরু হয়েছে জনবিরোধী পিআর পদ্ধতির নির্বাচন বাস্তবায়নের দাবিতে আন্দোলন। যা জাতির জন্য নিচে গাছ কেটে উপরে পানি ঢালা’র মতই। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার ব্যর্থ হলে, দ্রব্যমূল্য স্থিতিশীল, দুর্নীতিরোধ, খুন-ধর্ষণ-মবসন্ত্রাস বন্ধ করতে না পারলে নেপালের সরকার প্রধানের মত হেলিকপ্টারের রশিতে ঝুলে ঝুলে পালানোর পরিস্থিতি তৈরি হবে।
(পিআর/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৫)