বরিশাল-১
বিএনপির কেন্দ্রীয় নেতা সোবহানের গণসংযোগ
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নিজ নির্বাচনী এলাকায় ব্যতিক্রমধর্মী গণসংযোগ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
আজ শনিবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে পায়ে হেঁটে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে গিয়ে স্থানীয় জনসাধারণের সাথেছ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেয়ার মাধ্যমে তিনি এ ব্যতিক্রমধর্মী গণসংযোগ করেন।
গণসংযোগ শেষে ওইদিন দুপুরে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন-দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষের ভালবাসায় অতীতের ন্যায় এবারও আমি মুগ্ধ হয়েছি। কারণ দীর্ঘদিন পর মানুষ মন খুলে কথা বলতে পারছেন।
বিগত ওয়ান ইলেভেন থেকে শুরু করে পতিত সরকারের সময়ে একাধিকবার হামলা ও অসংখ্য মামলায় কারাভোগ করেও প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের পাশে একমাত্র অভিভাবক হয়ে দাঁড়িয়ে তাদের নিয়ে রাজপথে সরব থাকা ক্লিন ইমেজের নেতা হিসেবে খ্যাতি অর্জন করা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-তৃণমূল পর্যায়ের সর্বস্তরের জনগনের কাছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেয়াই ছিলো গণসংযোগের প্রধান লক্ষ্য। গণসংযোগকালে কেউ কেউ এলাকার সমস্যার কথা জানিয়েছেন, কেউ ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন। আমি সকলের কথা শুনেছি, কারণ আমি বিশ্বাস করছি-রাজনীতি আমার কাছে ক্ষমতার লড়াই নয়; মানুষের আস্থা ও ভালোবাসা ধরে রাখার অঙ্গীকার।
তিনি আরও বলেন-আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নীতিনির্ধারকরা যদি আমার হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন, তারপরেও আমার নির্বাচনী এলাকার জনগন যদি মনে করেন আমি খারাপ, আমার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতিসহ যেকোন ধরনের অভিযোগ রয়েছে তাহলে আমাকে আপনারা কেউ ভোট দিবেন না। সবশেষে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন-বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষদের পাশে অতীতে যেমন আমি ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৫)