ঈশ্বরগঞ্জে শান্তি ও সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : সংঘাত নয় শান্তি ও সম্প্রীতর বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শান্তি ও সম্প্রীতি অলিম্পিয়াড, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ ওয়াইপিএজি আয়োজনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত অলিম্পিয়াডে কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের দশম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। তন্মধ্যে সেরা ১০ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।
ওয়াইপিএজি’র ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার কো-অর্ডিনেটর রাফসান আহমেদ রোমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট ময়মনসিংহ অঞ্চলের ফিল্ড কো-অর্ডিনেটর আখতারুজ্জামান, ঈশ্বরগঞ্জ গার্লস কলেজের প্রভাষক আইয়ুব আলী আনসারী, সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি অলক ঘোষ ছোটন, সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজু, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সহ-কোষাধ্যক্ষ হাবিবুর রহমান শাহীন, পিএফজির সদস্য উবায়দুল্লাহ রুমি, মমতাজ বেগম, সুজন সদস্য আব্দুল মান্নান, আনোয়ারুল হক খোকা, আনোয়ার মাসুদ, ওয়াইপিএজি সদস্যবৃন্দ।
(এন/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৫)