মাদারীপুর প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নাসিমা বেগম (৬৫) মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন এক নবজাতকসহ আরো ৪ জন। 

আজ রবিবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার কর্ণাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের ইজু মিয়া শেখের স্ত্রী।

হাইওয়ে পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল থেকে মেয়ে লাইজু আক্তারের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান হয়। পরে সাত দিন পর সেলাই কেটে হাসপাতাল থেকে ইজিবাইকে করে নবজাতককে নিয়ে বাড়ি ফিরছিলেন নানী নাসিমা বেগম। মাঝপথে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসারের কর্ণপাড়া এলাকায় আসে। এসময় ইজিবাইকে পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় নানী নাসিমা বেগম। এ সময় আহত হয় ইজিবাইকে থাকায় শিশুসহ ৪ জন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত নাসিমা বেগমের মেয়ের স্বামী দুলাল মিয়া বলেন, বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর কারনেই এ দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালকে শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৫)