নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় সময়ের সাহসী দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক মাহ্বুব আহাদের ৬২ তম জন্মদিন আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় নগরকান্দা পৌরসভার বাজারস্থ পত্রিকার নিজস্ব কার্যালয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা দবির উদ্দিন, মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল আবরার, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল,নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির আহব্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম মন্টু, থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম, শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মাসুদুর রহমান,সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মাহ্ বুব আহাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার নেতৃত্বে দৈনিক খোলাচোখ যেন আগামী দিনে আরও সমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা উপহার দিতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

জন্মদিন উপলক্ষে কার্যালয়ে উপস্থিত অতিথিদের মাঝে মিষ্টি ও খাবার বিতরণ করা হয় ।

(পিবি/এএস/সেপ্টেম্বর ২২, ২০২৫)