ভারতে আটক ১৫ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভারতে আটক ১৫ জন বাংলাদেশী নারী, পুরুষ ও শিশুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবির হাতে সোপর্দ করেছে। সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে রবিবার সন্ধ্যায় বিজিবি’র কাছে সোপর্দ করা হয়। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তলুইগাছা বিজিবি ক্যাম্পের মাধ্যমে তদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
আটকৃতদের মধ্যে পাঁচজন নারী, পাঁচজন পুরুষ ও পাঁচজন শিশু রয়েছে। আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকীপুর গ্রামের প্রশান্ত রায় এর স্ত্রী অনিমা মণ্ডল (২৯), তাদের মেয়ে সুপর্ণা রায় (৬), খুলনা জেলার কয়রা উপজেলার জোড়শিং গ্রামের নূর ইসলাম গাজীর ছেলে নূরনবী গাজী (৪০), তার স্ত্রী মুর্শিদা খাতুন (৩৫), তাদের ছেলে আলম গাজী (১২), মেয়ে হালিমা পারভিন (৯), একই গ্রামের আরশাদ ঢালীর ছেলে মেহের আলী ঢালী (৬০), তার স্ত্রী তহমিনা খাতুন (৫৫), তাদের মেয়ে রিনা পারভিন (২০), একই উপজেলার পাটাখালি (জোড়সিং) গ্রামের ফজর আলী মিঞার ছেলে আনিছুর রহমান (৩৬), তার স্ত্রী মায়মুনা খাতুন (৩০), তদের ছেলে মুস্তাকিম মালী (১০), যশোর জেলার অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের সুফল মণ্ডলের ছেলে দীপু মণ্ডল (২০) ও শরিয়তপুর জেলা সদরের শরিয়তপুর গ্রামের আজিজুল ইসলামের মেয়ে আমেনা আক্তার (২০)।
বিজিবি জানায়, রবিবার সন্ধ্যা ৬টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আমুদিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের বিওপি কমান্ডার আবুল কাশেম পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক বাংলাদেশীদের বিজিবির কাছে হস্তান্তর করে।
আটককৃত নূরনবী গাজী জানান, তারা তিন বছর ধরে ভারতের একটি শহরে শ্রমিক হিসেবে কাজ করতে যান। বর্তমানে ভারত সরকার বাংলাদেশীদের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ম্ইাকিং করায় তারা শনিবার রাতে আমুদিয়া বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, রবিবার রাত ১০টার দিকে বিজিবি ১৫ বাংলাদেশী নাগরকিদের থানায় জমা দিয়েছে। পরিচয় যাচাই বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(আরকে/এএস/সেপ্টেম্বর ২২, ২০২৫)