টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট আয়োজনে সমবেত কন্ঠে মহালয়া অনুষ্ঠিত হয়েছে। আদালত পাড়া পূজা সংসদ মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী চন্ডী পাঠের মধ্য দিয়ে মহালয়ার শুভ সূচনা হয়। চন্ডী পাঠে ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব শ্রী পার্থ রজক দাস।

টাঙ্গাইল জেলার আদালত পাড়া পূজা সংসদ মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে দেবী দুর্গার আবাহানে ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত হয় সববেত কন্ঠে আগমনী সঙ্গীত, আগমনী নৃত্য ও মহিষাসুর মর্দিনী মঞ্চ নাটক।

মহালয়ার আনুষ্ঠানিকতা শেষে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট টাঙ্গাইল জেলা কমিটির কমিটির সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় উক্ত মহালয়া অনুষ্ঠিত হয়।

(পিআর/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৫)